Elec. Equipment
KNOW OF ELECTRICAL EQUIPMENT'S
রিলে ঃ
১। রিলে কি?
২। রিলে কিভাবে কাজ করে?
উত্তর-১ঃ রিলে ও এক প্রকার সুইচ।বিশেষত এটি কম ভোল্টেজে অপারেট হয়ে থাকে এবং বেশি ভোল্টেজকে নিয়ন্ত্রন করে থাকে। এবং ইইা এক প্রকার প্রটেকটিভ ডিভাইস হিসেবেও ব্যবহার হয়।
উত্তর-২ঃ প্রথমে জানা যাক ইহার গঠন কাঠামো। রিলের ভিতরে কয়েল থাকে। যখন এতে পাওয়ার সরবরাহ করা হয়ে থাকে তখন কয়েলে মিউচুয়াল ইন্ডাকট্যান্স বা চুম্বকীয় আবেশিত হয়ে কয়েল কাজ করে থাকে। এতে কন্ট্যাক্ট থাকে ২ টি। একটি হল মোভিং কন্ট্যাক্ট এবং অপরটি হল ফিক্সড কন্ট্যাক্ট। যখন পাওয়ার পায় এটি তখন মোভিং কন্ট্যাক্ট ফিক্সড কন্ট্যাক্টের সাথে সংযোগ হয়ে পাওয়ার সরবরাহ করে।
ম্যাগনেটিক কন্ট্যাক্টর ঃ
টাইমারঃ
ক্যাপাসিটরঃ
ব্রেকারঃ
ফিউজঃ
Comments
Post a Comment