Electrical safety protections

বৈদ্যুাতিক নিরাপত্তা কি?
যখন বৈদ্যুতিক চালিত ডিভাইসগুলি যদি সঠিকভাবে পরিচালনা করতে ব্যর্থ হয় তখন ঘটে ছোট থেকে বড় যে কোন মারাত্নক দূর্ঘটনা। সঠিক বৈদ্যুতিক নিরাপত্তার নিশ্চিত করার জন্য প্রয়োজন সুষ্ঠ রক্ষণাবেক্ষন ও পরিচালনা।

বৈদ্যুাতিক শক্ খেলে একজন মানুষের কি হতে পারে, তার বর্ণনা
নিম্নে উপরোক্ত বিষয়টি চার্ট আকারে প্রকাশ করা হলো।
কারেন্ট                                                                   প্রতিক্রিয়া/আকর্ষণ মাত্রা
১ মিলি অ্যাম্পিয়ার-------------------------------------- কেবলমাত্র অনুভূত হয়
৫ মিলি অ্যাম্পিয়ার-------------------------------------- কিছুটা শক অনুভূত হয়।
৬-৩০ মিলি অ্যাম্পিয়ার--------------------------------- ব্যাথাদায়ক শক অনুভূত হয়।
৫০-১০০ মিলি অ্যাম্পিয়ার------------------------------- চরম ব্যাথা অনুভূত হবে ও শ্বাস-প্রশ্বাসে আঘাত হানতে পারে।
১০০০-৪৩০০ মিলি অ্যাম্পিয়ার-------------------------- ভেন্ট্রিকুলার ফাইব্রেলেশন ঘটে।
১০,০০০+মিলি অ্যাম্পিয়ার------------------------------- হৃদপিন্ড বন্ধ বা ব্লাষ্ট হয়ে মৃত্যু ঘটতে পারে।

বৈদ্যুাতিক নিরাপত্তা কাজের প্রশিক্ষন।
যে কোন কাজেরই প্রশিক্ষন দরকার। প্রশিক্ষন বৈকি দূর্ঘটনা। আর তা আরো বেশী দরকার বৈদ্যুতিক কাজে। এই কাজে মাথা ঠান্ডা করে কাজ করতে করতে হবে ধীরে সুস্থে। নচেৎ অপরিণামদর্শী ঘটনা।
বৈদ্যুতিক নিরাপত্তা বজায় রাখতে এবং যে কোন বৈদ্যুতিক বিপত্তি মোকাবেলা করতে দরকার সঠিক প্রশিক্ষণ । এবং শুধুমাত্র প্রশিক্ষিত ব্যাক্তিরাই পারে বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিত করতে।

Comments

Popular posts from this blog

LED Circuit for sell

About a Transformer

Kind of X-former