Electrical Measurements

আমাদের দেশে বাণিজ্যিক ভিত্তিতে নিম্নলিখিত খাত থেকে বিদ্যুৎ উৎপাদিত হয়।


==============================================================
মেগারের সাহায্যে আমরা কি কি পরিমাপ করতে পারি-

১. Continuity Test
২. Polarity Test
৩. Open Circuit Test
==============================================================
আমাদের দৈনন্দিন কাজে পরিমাপ গুলো জানা অত্যবশ্যাক।

১ ফুট = ১২ ইঞ্চি
১ গজ = ৩ ফুট
১ মাইল = ১৭৬০ গজ
১ মাইল = ১.৬১ কিলোমিটার
১ ইঞ্চি = ২৫.৫৪ সেন্টিমিটার
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
১ ফুট = ০.৩০৪৮ মিটার
১ মিটার = ১০০ সেন্টিমিটার
১ কিলোমিটার = ১০০০ মিটার
১ কিলোমিটার =০.৬২ মাইল
ক্ষেত্র
১ বর্গ গজ = ৯ বর্গ ফুট
১ একর = ৪৩৫৬০ বর্গ ফুট
______________________xxxx____________________


________________________________________xxx______________________________________


We know  today electrical work used various measurement meter. Given below.

1. Clip On meter.
2. Avo meter.
3. Megger.
4. Earth meter.


আজকে জানবো কিভাবে ট্রান্সফরমার এর  জন্য MCCB নির্বাচন করতে হয়:

একটি ট্রান্সফরমার এর রেটিং কেভিএ -তে প্রকাশ করা হয়।কেভিএ থেকে যখন কিলোওয়াটে রুপান্তর করবেন নিম্নোক্ত ভাবে--------

KVA X f.p=KW
Suppose:
একটি 100 কেভিএ এর ট্রান্সফরমার, এটিকে আমরা কিলোওয়াটে রুপান্তর করব।তারপর এটি কত এ্যাম্পিয়ার নিবে এবং সেই অনুযায়ী সার্কিট ব্রেকার নির্বাচনকরণ।
100 X 0.8 = 80 KW [আমরা KW রুপান্তর করেছি]
KW X Cosθ = Amps.
80 X 1.73 = 138.4 Amps. [ আমরা এ্যাম্পিয়ারে রুপান্তর করেছি]
এখন আমরা প্রকৃত Amps. পেয়েছি। কিন্তু কোনো ডিভাইসের জন্য সার্কিট ব্রেকার নির্বাচন করার আগে আরো একটি বিষয় মাথায় রাখতে হবে, তা হলো- যখন কোনো শর্ট সার্কিট হয় তখন তাহার মধ্যে 1.5 গুন কারেন্ট বেশি উৎপন্ন হয়। এই বিষয় মাথায় নিয়ে সার্কিট ব্রেকার নির্বাচন করতে হবে।
তাহলে আমরা 138.4 X 1.5 = 207.6 Amps. পেয়েছি। তো এখানে 207.6Amps. তো আর হয়না। এখানে 200Amps. সার্কিট ব্রেকার লাগবে।

Comments

Popular posts from this blog

LED Circuit for sell

About a Transformer

Kind of X-former