Posts

Showing posts from October, 2018

RapidTech

Image

Drawing

Image
It's my creating drawing. It is a textile machine (Rotor, Basetex mc) diagram of drawing. 

ওভারহেড লাইনের পোল সম্পর্কে

আজকে আমরা জানবো ওভারহেড লাইনের পোল সম্পর্কে: ওভারহেডের পোল সাধারণত তিন ধরণের হয়ে থাকে- 1. কাঠের পোল     (i) এ টাইপ (ii) আই টাইপ (iii) এইচ টাইপ 2. স্টীলের পোল      (i)টিউবলার পোল (ii) রেইল পোল (iii) রোলড স্টীল জয়েন্ট 3. কংক্রিটের পোল     (i) রিইনফোর্সেড কংক্রিট-RCC (ii) প্রিস্টেড কংক্রিট-PCC

Light

Image
We Giving wholesell ENERGY LIGHT with standard experience. For Order Call me- 01985875913
কমুটেটর কী? এর কাজ কী? কমুটেটর এর অর্থ হল দিক পরিবর্তন, এবং এর কাজ হল এসি থেকে ডিসিতে রুপান্তর করা।এবং এটি শুধুই ডিসি জেনারেটরে ব্যবহৃত হয়।
Image
ইলেকট্রো-মেকানিক্যাল ডিভাইস সমূহ প্রতিস্থাপনের পরিমাপ প্রসঙ্গে আমাদের এই প্রয়াসঃ ইলেকট্রিক্যাল কোন ডিভাইস হতে পারে একটি মোটর , হতে পারে কোন মেশিন বা একটি ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস। তা প্রতিস্থাপন করার আগে অবশ্যই তাহার সুষ্ঠ ও পুঙ্খানপুঙ্খ পরিমাপ জানা আবশ্যক। এতে যেমন আপনার জায়গা লাগব হবে অন্যদিকে আপনার প্রতিস্থাপনটি দেখতে সুন্দর ও পরিপাটি দেখাবে।ধরুন আপনি কোন শিল্প-প্রতিষ্ঠানের জন্য ক্যাবল লেয়িং করবেন।সেক্ষেত্রে যদি লেয়িং এর পরিমাপ অকৌশলি হয় তাহলে আপনার ক্যাবল বেশি লাগবে এতে যেমন আপনার কষ্টিং বেড়ে যাবে অন্যদিকে জিনিসটি অসুন্দর ও অনিরাপদ ও হতে পারে। কিছু জিনিস আছে বা কাজ আছে যেগুলো বারবার করা যায়না।ইলেকট্রিক্যাল কাজটি ও তার ব্যতিক্রম নয়। এখন থেকে আমাদের ওয়েবসাইটে থেকে কিছু কিছু ডিভাইসের পরিমাপ দেয়া থাকবে। Electrical Measurements-এ
Image
A Electrical Engineer his work done by always technically. He taken all time better approached.