ইলেকট্রো-মেকানিক্যাল ডিভাইস সমূহ প্রতিস্থাপনের পরিমাপ প্রসঙ্গে আমাদের এই প্রয়াসঃ ইলেকট্রিক্যাল কোন ডিভাইস হতে পারে একটি মোটর , হতে পারে কোন মেশিন বা একটি ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস। তা প্রতিস্থাপন করার আগে অবশ্যই তাহার সুষ্ঠ ও পুঙ্খানপুঙ্খ পরিমাপ জানা আবশ্যক। এতে যেমন আপনার জায়গা লাগব হবে অন্যদিকে আপনার প্রতিস্থাপনটি দেখতে সুন্দর ও পরিপাটি দেখাবে।ধরুন আপনি কোন শিল্প-প্রতিষ্ঠানের জন্য ক্যাবল লেয়িং করবেন।সেক্ষেত্রে যদি লেয়িং এর পরিমাপ অকৌশলি হয় তাহলে আপনার ক্যাবল বেশি লাগবে এতে যেমন আপনার কষ্টিং বেড়ে যাবে অন্যদিকে জিনিসটি অসুন্দর ও অনিরাপদ ও হতে পারে। কিছু জিনিস আছে বা কাজ আছে যেগুলো বারবার করা যায়না।ইলেকট্রিক্যাল কাজটি ও তার ব্যতিক্রম নয়। এখন থেকে আমাদের ওয়েবসাইটে থেকে কিছু কিছু ডিভাইসের পরিমাপ দেয়া থাকবে। Electrical Measurements-এ